বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার কাদাকাটি আইডিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান ও ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীদের নবীন বরণ এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব একলাছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুল্যা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা আহাদ আলী মালী। সহকারী শিক্ষক বিপুল কুমার মিত্র এর সঞ্চালনায় এসময় বীরমুক্তিযোদ্ধা আইয়ূব আলী মালী, ইউপি সদস্য আব্দুল হান্নান সরদার, সাবেক ইউপি সদস্য মফিজুল ইসলাম গাজী, সহকারী শিক্ষক তপন কুমার সরকার, ইব্রাহিম খলিল প্রমূখ বক্তব্য রাখেন। এসময় গন্যমান্য ব্যক্তিবর্গ, সহকারী শিক্ষকবৃন্দ ও ছাত্রীরা উপস্থিত ছিলেন। সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম। অনুষ্ঠানে ২১ জন এসএসসি পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা ও নতুন ভর্তি হওয়া ৬ষ্ঠ শ্রেণীর ২৫ জন ছাত্রীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।