আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়ন পরিষদ চত্বর থেকে ২১ টি পানির ট্যাংক নিয়ে গেছে কে বা কারা। জানাগেছে, সুপেয় পানির সংকট নিরসন কল্পে সরকারি ভাবে এলাকার অসহায় পরিবারের মাঝে বিতরণের জন্য উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে পানির ট্যাংক আনা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে কাদাকাটি ইউনিয়নে বিতরণের জন্য আনা পানির ট্যাংক পরিষদ চত্বরে রাখা হয়। এখানে প্রতিটি ৩০০০ লিটার সাইজের ৬৬ টি পানির ট্যাংকি ছিল। সোমবার দিবাগত রাতের কোন এক সময় এসব ট্যাংকির মধ্যে ২১টি ট্যাংক কে বা কারা নিয়ে গেছে। মঙ্গলবার সকালে পরিষদে লোকজন গিয়ে দেখতে পান পানির ট্যাংক উধাও হয়ে গেছে।