বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার কাদাকাটিতে পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি)-ইইউ প্রকল্পের উদ্ভাবনী অংশের আওতায় দ্ইু দিনব্যাপী সদস্য পর্যায়ে দক্ষতা উন্নয়নমূলক অনাবাসিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১০টায় কাদাকাটি ভূমি অফিস মাঠ চত্বরে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। উন্নয়ন প্রচেষ্টার বাস্তবায়নে লবনাক্ত এলাকায় মিনি পুকুর পদ্ধতিতে ফসল চাষ বিষয়ক এ প্রশিক্ষণ কর্মশালায় কাদাকাটি ইউনিয়নের একজন সফল খামারীসহ সর্বমোট ২৬ জন উপকারভোগি সদস্য অংশগ্রহন করেন। ইইউ এবং পিকেএসএফ এর অর্থায়নে ও কারিগরি সহযোগিতায় মঙ্গলবার সমাপনী দিনে কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিল্লাল হোসেন ও প্রকল্প সমন্বয়কারী হুমায়ুন কবির। এসময় কাদাকাটি শাখা ব্যবস্থাপক তারিক আজিজ, প্রোগ্রাম অফিসার আল আমিন হোসেন, অডিটর জাহাঙ্গীর আলম ও এসএম সাব্বির রানা, সহকারী কারিগরি কর্মকর্তা শাহিনুর রহমান, ইনোভেশন সহকারী কারিগরি কর্মকর্তা খোরশেদ আলম প্রমূখ উপস্থিত ছিলেন।