আশাশুনি প্রতিনিধি \ ফিলিস্তিনের গাজা ও রাফার মুসলমানদের উপর ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে আশাশুনির কাদাকাটি বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় বাজারেরর চাদনী সেট মোড় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে প্রতিবাদ সভায় মিলিত হয়। সমাজসেবা ও সাহায্য ফাউন্ডেশনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অধ্যাপক মাওলানা হাবিবুল্লাহ বাহার, আলহাজ্ব মাষ্টার একলাছুর রহমান, মাষ্টার আব্দুল খালেক, মাষ্টার রেজাউল হক সানা, মাষ্টার তরিকুল ইসলাম, আলহাজ্ব মনিরুজ্জামান সরদার, মহাসিন আলী সরদার, মাওলানা মোকাররম হোসেন, হাফেজ মাওলানা আমানউল্লাহ, মাওলানা হাবিবুল্লাহ বাহার হাবিবী, হাফেজ মাওলানা শাহাদাত হোসেন, হাফেজ মাওলানা তরিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবা ও সাহায্য ফাউন্ডেশনের সদস্যবৃন্দ এবং এলাকার সর্বস্তরের জনসাধরন উপস্থিত ছিলেন। এসময় বক্তারা ইসরায়েলি সকল পন্য বয়কট করার আহবান জানান। সবশেষে ফিলিস্তিনের মুসলমানদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।