আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামে ভ্যান চুরি করতে গিয়ে এক চোর আটক হয়েছে। বুধবার দিবাগত রাতে কাদাকাটি ইসলাম শেখের বাড়িতে এ ঘটনা ঘটে। বুধহাটা গ্রামের দাগী চোর গজো বুধবার রাত ৩ টার দিকে কাদাকাটি শেখ পাড়ায় মৃত বেলায়েত শেখের ছেলে ইসলাম শেখের উঠানে থাকা ভ্যান গাড়ী চুরি করতে যায়। চোর যন্ত্রপাতি ব্যবহার করে ভ্যানের চাবি কাটছিল। শব্দ শুনতে পেয়ে ইসলামের ছেলে হাসান জাগ্রত হয়ে বাইরে তাকিয়ে দেখে চোর ভ্যানের চাবি কাটছে। এসময় চোর চোর বলে চিৎকার করে হাসান চোরকে তাড়া করে ধরে ফেলে। পাশের লোকজন ঘটনাস্থলে পৌছে উত্তম—মধ্যম দিয়ে হাতপা বেধে চোরকে আটকে রাখে। খবর পেয়ে স্থানীয় মেম্বার আঃ হান্নান ও বছির আহম্মদ টুকু ঘটনাস্থলে পৌছলে পুলিশকে খবর দেওয়া হয়। এবং চোরকে পুলিশে হস্তান্তর করা হয়।