বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার কাদাকাটি সানাবাড়ি আহলে হাদীস জামে মসজিদ থেকে দিনের বেলায় চুরির ঘটনা ঘটেছে। সোমবার বেলা আনুমানিক সাড়ে ১০টার দিকে এ চুরির ঘটনা ঘটে। মসজিদের ইমাম মাওলানা শিহাবউদ্দীন (সবুজ) জানান, দিনের বেলায় মসজিদের দরজায় তালা দেওয়া থাকেনা। সেই সুযোগে ঘটনার সময় জৈনক চোর মসজিদে ঢুকে ভিতরে থাকা সোলারের ব্যাটারী, দান বাক্স ও মসজিদের আলমারীতে থাকা নগদ টাকা এবং একটি ভিডিও করার স্ট্যান্ড চুরি করে নিয়ে গেছে। চুরির সময় ব্যাটারীর ভিতরে থাকা পানি মসজিদের ভিতরে ফেলে দিয়ে খালি ব্যাটারী নিয়ে যায় চোর। পরে মসজিদের মুয়াজ্জিন তৌহিদুল ইসলাম মসজিদের সামনে আসলে ব্যাটারীর পানি মসজিদের ভিতরে ও কালো পর্দায় লাগানো দেখতে পেয়ে তার সন্দেহ হলে ভিতরে গিয়ে চুরির বিষয়টি সে বৃুঝতে পারে। স্থানীয় সূত্রে জানাগেছে, চুরির আগে মোটরসাইকেল যোগে এক জৈনক ব্যক্তি সানাবাড়ি এলাকায় ঢুকে মসজিদটি কোথায় জানতে চাইলে একজন তাকে দেখিয়ে দেন। স্থানীয়দের ধারণা মোটরসাইকেল যোগে আসা ঐ ব্যক্তিই এই চুরির ঘটনা ঘটাতে পারে। স্থানীয় সচেতন মহল ও মসজিদ কমিটির নেতৃবৃন্দ চুরির সাথে জড়িত ব্যক্তিকে শনাক্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।