বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর বিদ্যালয় পরিদর্শক ড. বিশ্বাস শাহিন আহম্মদ স্বাক্ষরিত ৪ সদস্য বিশিষ্ট এ এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। বোর্ডের বিঅ-৬/৪৯৫৪/৩৭.১১.৪০৪১.৫০১.০১.৬.২০.৯২১১ তাং ৩০-০৩-২০২২ নং স্মারকে বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে প্রবিধানমালা, ২০০৯ এর প্রবিধি ৩৯ অনুসারে ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটি আগামী ৬ মাসের জন্য এ কমিটির অনুমোদন দেন তিনি। কমিটির সভাপতি পদে গোলাম রসূল বেগ, অভিভাবক সদস্য আজগার আলী, সাধারণ শিক্ষক সদস্য নয়ন কুমার সরকার ও স্কুলের প্রধান শিক্ষককে সদস্য সচিব করে এ এডহক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।