বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিএসএফের রেখে যাওয়া ৭৫ জনকে পরিবারের কাছে হস্তান্তর দেবহাটা বিএনপির সদস্য নবায়ন উদ্বোধনী আয়োজনে জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত কলারোয়ায যুবদল নেতার ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ মুন্সীগঞ্জে তাপদাহে পানি ও খাবার স্যালাইন বিতরণ শ্রীউলায় ইউনিয়ন পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ সফল করতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ভাড়াশিমলায় ২৫০ প্রান্তিক কৃষানের মধ্যে সবজির বীজ বিতরণ খুলনার সাবেক মহিলা কাউন্সিলর গ্রেফতার বসন্তপুর ফকিরপাড়া জামে মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল

কান চলচ্চিত্র উৎসবে গাজায় গণহত্যার নিন্দা হলিউড তারকাদের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৪ মে, ২০২৫

এফএনএস বিদেশ : ফ্রেঞ্চ রিভেরার নীল সমুদ্রের পাড়ে আজ রাতে পর্দা উঠছে চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় প্রদর্শনী কান চলচ্চিত্র উৎসবের। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আগে গাজায় ইসরাইলি গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের ৩৮০ জন তারকা। ফ্রান্সের কান শহর থেকে এএফপি জানায়, স্বাক্ষরদাতাদের মধ্যে ‘শিন্ডলার্স লিস্ট’ খ্যাত অভিনেতা রেফ ফাইঞ্জ, হলিউড তারকা রিচার্ড গিয়ার, সুসান সারেনডন, স্প্যানিশ চলচ্চিত্র নির্মাতা পেদ্রো আলমোদোভার, অস্কারজয়ী ব্রিটিশ পরিচালক জোনাথন গ্লেজার, মার্কিন তারকা মার্ক রাফালো ও স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেমসহ অনেকে রয়েছেন। আয়োজকরা জানান, কান চলচ্চিত্র উৎসবের এবারের জুরিবোর্ডের প্রধান ফ্রান্সের জনপ্রিয় অভিনেত্রী জুলিয়েট বিনোশ চিঠিতে স্বাক্ষর করেছেন। তবে তার মুখপাত্র এএফপিকে বলেছেন, তিনি এটি সমর্থন করেননি এবং ফ্রান্সের সংবাদমাধ্যম লিবেরাসিয়ঁ তার নাম প্রকাশ করেনি। গতকাল মঙ্গলবার কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের দিনই ফরাসি সংবাদপত্র লিবেরাসিয়ঁ এবং মার্কিন সাময়িকী ভ্যারাইটিতে চিঠিটি প্রকাশিত হয়। সেখানে বলা হয়, ‘গাজায় গণহত্যা চলছে, আমরা আর চুপ থাকতে পারি না’। চিঠিতে স্বাক্ষরকারীরা ফিলিস্তিনি ফটোসাংবাদিক ফাতেমা হাসুনাকে হত্যার নিন্দা জানান। ২৫ বছর বয়সী ওই নারীকে নিয়ে ইরানি নির্মাতা সেপিদেহ ফারসি নির্মিত প্রামাণ্যচিত্র ‘পুট ইউর সোল অন ইউর হ্যান্ড অ্যান্ড ওয়াক’ এই সপ্তাহে প্রিমিয়ারে অংশ নেবে। নির্মাতা ফারসি কানের আয়োজকদের প্রতি আহ্বান জানান, তারা যেন গাজায় ইসরাইলের অব্যাহত বোমাবর্ষণের প্রতিবাদে স্পষ্ট অবস্থান নেন। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে আনুষ্ঠানিকভাবে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব শুরু হবে, যা ২৪ মে পর্যন্ত চলবে। তবে এবার লাল গালিচা, ক্যামেরার ঝলকানি আর গ্ল্যামার ছাপিয়ে এবার আলোচনায় থাকছে রাজনীতি, সামাজিক আন্দোলন, যুদ্ধ আর নারীর কণ্ঠস্বর। উৎসবের উদ্বোধনী দিনে ইউক্রেন যুদ্ধ নিয়ে তিনটি ছবি প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে— প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে দুটি প্রামাণ্যচিত্র এবং যুদ্ধক্ষেত্রে ধারণকৃত একটি চলচ্চিত্র। ‘ইউক্রেন ডে’ নামে এই প্রদর্শনী আয়োজন করছেন আয়োজকরা। তবে গাজা যুদ্ধ নিয়ে তেমন কোনো বিশেষ পরিকল্পনার কথা জানা যায়নি। শুধু হাসুনাকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রটি প্রদর্শনের মাধ্যমে ‘তার স্মৃতির প্রতি সম্মান’ জানানো হবে। আর ২০০৭ সালের গাজা নিয়ে নির্মিত ফিলিস্তিনি নির্মাতা আরব ও তারজান নাসারের একটি কল্পকাহিনীও উৎসবের সেকেন্ডারি বিভাগে প্রদর্শিত হবে। উৎসবের উদ্বোধনী ছবির নাম ‘লিভ ওয়ান ডে’, যা নির্মাণ করেছেন ফরাসি পরিচালক অ্যামেলি বোনাঁ। রাতে হলিউড কিংবদন্তি রবার্ট ডি নিরো’কে দেওয়া হবে সম্মানসূচক পুরস্কার পাম দি’অর বা স্বর্ণপাম। এদিকে টম ক্রুজ ফিরছেন তার নতুন ছবি ‘মিশন ইম্পেসিবল’ এর শেষ পর্বের প্রিমিয়ারে। এর আগে ২০২২ সালে ‘টপ গান: স্যাভেরিখ’ সিনেমা নিয়ে কানে অংশ নিয়েছিলেন। এবার উৎসবের রেড কার্পেটে সম্পূর্ণ নগ্ন হয়ে অংশ নেওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে কানের আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com