বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের কাপসন্ডায় বার্ষিক সম্মেলন ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে কাপসন্ডা ফুটবল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শান্তি যুব সংঘের সভাপতি প্রভাষক হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম। বিশেষ অতিথি ছিলেন মাওঃ মনসুর আহমেদ, ইউপি সদস্য মফিজুল ইসলাম গাজী, সাইফুল ইসলাম বাচ্চু, খাইরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মইনুল ইসলাম, হোসেন আলী প্রমুখ। অনুষ্ঠানে এলাকার হতদরিদ্র ৪ পরিবারকে অনুদান হিসাবে ছাগল ও এক ফার্নিচার মিস্ত্রিকে কাঠ ডিজাইন মেশিন প্রদান করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে কোরআন ও হাদিস থেকে আলোচনা পেশ করেন হাফেজ মাওঃ আছাদুজ্জামান আসাদ। সবশেষে ঝিনাইদা প্রত্যাশা শিল্প গোষ্ঠীর পরিবেশনায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।