রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থ পাচার রোধে দ্বৈত নাগরিকত্বধারী সরকারি চাকরিজীবীদের সন্ধান চলছে আড়াই লাখ কোটি টাকা পাচার করেছে একটি পরিবার ও তাদের সহযোগীরা: গভর্নর মার্চে ৫৮৭ সড়ক দুর্ঘটনায় ৬০৪ মৃত্যু এক তৃতীয়াংশই মোটরসাইকেলে ঘোষণাপত্র পাঠ ও মোনাজাতের মাধ্যমে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত বাগেরহাটে ২৪ কেজি হরিণের মাংস জব্দ মহাকাশ প্রযুক্তিতে সহযোগিতা বাংলাদেশ ও তুরস্কের জন্য লাভজনক হবে: পররাষ্ট্র উপদেষ্টা ডেঙ্গুতে ২ জনের মৃত্যু রাশিয়া—ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ ও বিচারসেবা প্রদানে দক্ষতা বৃদ্ধিতে করণীয় বিষয়ক সেমিনার পারুলিয়ার চারকুনিতে অগ্নিকাণ্ড \ জমায়াত আমীরের পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

কামরাঙ্গীচরে গণপিটুনিতে ২ যুবক নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

এফএনএস: রাজধানীর কামরাঙ্গীচরে গণপিটুনিতে নাদিম ও মাসুদ নামে দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন। গত বুধবার রাতে সিলেটিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। লালবাগ শহিদ নগর এলাকার সুলতান মিয়ার ছেলে নাদিম। কামরাঙ্গীরচর আচার ওয়ালা ঘাট এর সোনা মিয়ার ছেলে মাসুদ। কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেশ কিছু দিন আগে চাঁদাবাজির ঘটনায় জনৈক এক ব্যবসায়ী সেখানকার কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছিলেন। সন্ত্রাসীরা ওই মামলা তুলে নেয়ার জন্য ওই ব্যবসায়ীকে হুমকি ধামকি দিয়ে আসছিল। গত বুধবার রাতে ৪/৫ জন সিলেটিয়া বাজার এলাকায় গিয়ে হুমকি ধামকি দিতে যায়। তখন তাদের মধ্যে বাকবিতণ্ডা ঝগড়াঝাঁটি শুরু হয়। পরে এলাকাবাসী তাদের কে ঘিরে ফেলে গণ ধোলাই দেয়, এতে ঘটনাস্থলে মাসুদ নামে এক জন মারা যায়। আর দুই জনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিরা পালিয়ে যায়। ঢামেক হাসপাতালে নেয়ার পর নাদিম নামে এক জনকে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে এগারোটায় মৃত ঘোষণা করেন। নিহত নাদিম ও মাসুদের লাশ ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় সোহাগ নামে আরেক জন চিকিৎসাধীন রয়েছে বলে জানতে পেরেছি বলেও জানান এসআই। প্রাথমিকভাবে এসব তথ্য জানা গেছে। এছাড়াও অন্য কোন কারণ রয়েছে কিনা তা তদন্তের পর বলা যাবে। বর্তমানে পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com