স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় কামালনগর উদায়ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ আমিনুর রহমান বাবু পুনরায় জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সকালে শহরের কামালনগর উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের চত্ত¡রে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস রোকসনা পারভিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য সাবেক পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ আমিনুর রহমান বাবু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের ত্রান বিষয়ক সম্পাদক এড. আজহারুল ইসলাম, পৌর আ’লীগের নেতা আলহাজ্ব আসগর আলী, আলীগ নেতা মো: কামরুল ইসলাম, বিদ্যালয়ের বিদ্যুসাহী সদস্য বিশিষ্ট ব্যাংকার আব্দুল জলিল, এসময় বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আহসান হাবিব।