স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় আরসিসি ঢালাই ড্রেন নির্মান কাজের উদ্বোধন হয়েছে। গতকাল সকাল ১০টায় পৌরসভার ৮নং ওয়ার্ডে কামালনগর দক্ষিন পাড়ায় ড্রেন নির্মান কাজের উদ্বোধন করেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো: শফিকুল আলম বাবু, এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। সংরক্ষিত কাউন্সিলর রাবেয়া খাতুন। পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী মো: নাজমুল করিম, উপসহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, যুবদলের সাবেক সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুল, যুবলীগের নেতা ইউসুফ সুলতান মিলন, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। উল্লেখ্য সাতক্ষীরা পৌরসভার নিজস্ব অর্থায়নে ১২০ মিটার আরসিসি ড্রেন ৩ লক্ষ ৩৭ হাজার টাকা ব্যায়ে নির্মান করা হচ্ছে।