ধলবাড়ীয়া কালিগঞ্জ প্রতিনিধি : ” শিখি ও শেখায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিদ্যালয়ের শিক্ষকদেরকে কম্পিউটার বিষয়ে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সার্বিক ব্যবস্থপনায় গতকাল বিদ্যালয়ে মাসব্যাপী বেসিক কম্পিউটার কোর্স ( বিসিসি) শুরু হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান বলেন একটি দেশকে উন্নত করতে হলে প্রত্যেককে কম্পিউটার বিষয়ে দক্ষ হওয়ার কোন বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের কম্পিউটার বিষয়ে দক্ষ করে গড়তে হলে আগে শিক্ষকদেরকে কম্পিউটার বিষয়ে দক্ষ হতে হবে। প্রশিক্ষণে ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, সহকারী শিক্ষক আব্দুর রহমান ও কোর্স কো-অর্ডিনেটর সহকারী শিক্ষক (আইসিটি) রুখসানা আক্তার।