কালিগঞ্জ ব্যুরোঃ ” শিখন হবে অভিজ্ঞতায়,মূল্যায়ন হবে যোগ্যতায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জ বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে নতুন কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১ টায় বিদ্যালয়ের জহুরুল হক অডিটোরিয়ামে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এবং বিদ্যালয়ের সভাপতি ও কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশ দ্বিপু । সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আজাহার আলী,বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব শেখ রফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক লফনাজ পারভিন, সিনিয়র শিক্ষক রবীন চন্দ্র লস্কার ,ব্রজেন কুমার মন্ডল, সুব্রত সরকার।সমাবেশে বক্তারা বলেন আপনার সন্তান কে সুশিক্ষার জন্য আপনাকে সচেতন হবে। নতুন কারিকুলাম বাস্তবায়নের জন্য অভিভাবক -শিক্ষক সমাবেশের মাধ্যমে তাদের দুর্বল দিক গুলো চিহ্নিত করতে হবে। এছাড়াও তিন শতাধিক অভিভাবক, গণমাধ্যম কর্মী ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।