এফএনএস: দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়েই দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। গতকাল বৃহস্পতিবার বিকেলে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে যান বাবর। এসময় তার সঙ্গে ছিলেন সহস্রাধিক নেতাকর্মী। পরে লুৎফুজ্জামান বাবর জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও মোনাজাত করেন। এসময় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব, মদন উপজেলা বিএনপি সভাপতি নুরুল আলম তালুকদার, খালিয়াজুরী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রউফ স্বাধীন, মোহনগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম খান কার্ণায়েন প্রমুখ উপস্থিত ছিলেন।