বুধবার, ১৫ মে ২০২৪, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্যামনগরে যাকাতের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীউলায় এবিএম মোস্তাকিমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত পিএফজি’র অগ্রগতি ও পরিকল্পনা প্রণয়ন সভা কেশবপুরে ২০টি স্কুলে সততা স্টোরে দুদকের অর্থ বিতরণ কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে করেন খন্দকার আজিজ এমপি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকা দিচ্ছে সরকার: পরিবেশমন্ত্রী খুলনায় ভৈরব সেতু নির্মাণ প্রকল্পের এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত খুলনায় মোংলা-ঘসিয়াখালী খাল উন্নীতকরণ প্রকল্প-ধারণাগত বিষয়ক কর্মশালা সাতক্ষীরায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী মশিউর রহমান বাবু’র প্রথম নির্বাচনী পথসভায় লাঙ্গলের পক্ষে গণজোয়ার

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

মীর আবু বকর ॥ সাতক্ষীরায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০২৪ উদ্বোধন হয়েছে। “স্মর্ট শিক্ষক স্মার্ট দেশ শেখ হাসিনার বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারাদেশের ন্যায় সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট ও সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের যৌথ আয়োজনে গতকাল সকাল সাড়ে ৯ টায় সাতক্ষীরা কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টর চত্বরে এসে শেষ হয়। সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মহানন্দ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রসার ঘটেছে। এখন পুঁথিগত বিদ্যার ভিতর সীমাবদ্ধ থাকলে চলবে না, কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। কারিগরি শিক্ষা গ্রহণ করলে কোন শিক্ষার্থীকে বসে থাকতে হবে না। সে চাইলে তার মেধাকে কাজে লাগিয়ে নিজেকে পরিবর্তন করতে পারবে। বাংলাদেশে কারিগরি শিক্ষা অনেক দূর এগিয়ে গেছে। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। অতিঃ জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শেখ মইনুল ইসলাম মঈন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ফেরদৌস আরফিন, পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ ড এস এম নজমুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ সিদ্দিক আলী, মোঃ সাইদুজ্জামান, আব্দুল আলিম, রঞ্জন কুমার সরকার, ধর্ম দাস, গৌতম বিশ্বাস, আনিসুর রহমান, মাহবুবুর রহমান সহ সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট ও সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com