স্টাফ রিপোর্টার: কারিতাস খুলনা অঞ্চল আইডিপিডিসি প্রকল্প উদ্যোগে দারিদ্র ও মেধাবী এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। কারিতাস সাতক্ষীরায় আয়োজনে সদরের লাবসা কারিতাস অফিসে আইডিপি ডিসি প্রকল্পের প্রজেক্ট ইনচার্জ মি: আনন্দ দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমবায় অফিসার মো: কারিমুল হক। তিনি বলেন, তোমরা সুন্দর ভাবে পরীক্ষায় অংশ গ্রহণ করব, কারিতাস তোমাদের আর্থিক সহায়তা প্রদান করে অন্যন্য দৃষ্টান্তস্থাপন করেছে। কারিতাসের আইডিপিডিসি প্রকল্পের সমৃদ্ধি কামনা করি। এসময় বিভিন্ন এলাকার এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জনপ্রতি শিক্ষার্থীদের মাঝে দুই হাজার টাকা প্রদান করা হয়। অনুষ্ঠান উপস্থাপন করেন ডিডিএ সাতক্ষীরা শম্পা নুসরাত জাহান ও অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা সিভিও মিঃ পংকজ গাইন।