বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা কার্ডিফ মডেল স্কুলের উদ্যোগে গত সোমবার বেলা ১০ টায় একশত দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে। ইফতার সামগ্রীর মধ্যে ছিলো, ছোলা, মুড়ি, চিনি,চিড়া, খেজুর, অরেঞ্জ পাউডার। উক্ত ইফতার সামগ্রী প্রদান অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাইদী কিবরিয়া কায়ুম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের উপদেষ্টা তারালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক মোঃ শামছুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র স্কুলের পরিচালক আব্দুর সাত্তার খান, শিক্ষক মো মনিরুজ্জামানসহ শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থী।