কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি \ সকল শিক্ষার্থীদের সুবিধার্থে বৃষ্টির পানি সংরক্ষণ করে স্বাস্থ্যসম্মত বিশুদ্ধ নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন জীবনকে সুস্থ, সুন্দর করে তুলতে বাংলাদেশের স্বনামধন্য এনজিও প্রতিষ্ঠান ব্রাক ওয়াশ কালিগঞ্জ উপজেলার কালিকাপুর সিদ্দীকিয়া দাখিল মাদ্রাসায় স্থাপন করছেন ২০২৪ সালে ওয়াটার পয়েন্ট ও ল্যাটিন। উক্ত প্রকল্পসমূহ পরিদর্শনে আসেন গত ৯ ফেব্রুয়ারি রবিবার সকাল ১০ টায় আমেরিকা থেকে ওয়াটার প্রোগ্রাম ম্যানেজার চ্যারিটি ওয়াটার হান্না পাল ম্যাটার। পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন ঢাকা প্রধান কার্যালয়ের ওয়াশের প্রোগ্রাম প্রধান মোঃ জিল্লুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ আবু তালেব বিশ্বাস, প্রোগ্রাম ম্যানেজার নারায়ণ চন্দ্র সমাদ্দার, ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল সাগর চন্দ্র হাওলাদার, সাতক্ষীরা জেলা ব্যবস্থাপক উজ্জ্বল কুমার, টেকনিক্যাল অফিসার মোঃ ইসমাইল হোসেন, টেকনিক্যাল এ্যাসোসিয়েট মোঃ মেহেতা ইসলাম, কর্মসূচি সংগঠক বঙ্কিমচন্দ্র প্রমুখ। হান্না পাল মেটার মাদ্রাসার পরিবেশ দেখে ভূয়োসি প্রশংসা করেন। পরিদর্শনকালে মাদ্রাসার সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ ওয়াটার পয়েন্ট ও স্বাস্থ্যসম্মত ল্যাটিন পেয়ে ব্রাক কর্মকর্তা কর্মচারী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।