কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিকাপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় মাদ্রাসা চত্ত্বরে মাদ্রাসা সুপার মাওলানা ইদ্রিস আলীর সভাপতিত্বে ও মাওলানা মামুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা আবু আইয়ুব আনসারী। তিনি বলেন লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও আধুনিক বিজ্ঞানের জ্ঞান সম্পর্কে ধারণা থাকা খুবই প্রয়োজন। কোরআন থেকে জ্ঞান আহরণ করে মানুষ আজ চাঁদ নক্ষত্র সহ নতুন নতুন গ্রহ সন্ধান পেয়েছে। দুনিয়ার মানুষ আজ জ্ঞান-বিজ্ঞান দিয়ে অনেক আধুনিক যন্ত্রপাতি আবিষ্কার করেছে। আগামীতে আরো এগিয়ে যাবে। প্রত্যেক ছাত্র-ছাত্রীকে ভালোভাবে লেখাপড়া শিখে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে অযথা সময় নষ্ট করা যাবে না যে যত বেশি মূল্য দিয়ে সময় কে কাজে লাগাবে সে তত বেশি জীবনে উন্নতি করতে পারবে। অনুষ্ঠানে সকল ছাত্র-ছাত্রী শিক্ষক কর্মচারী সহ এলাকার বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ বছর অত্র মাদ্রাসা থেকে ৪০ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রহমান।