কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ “আপনার নাগালেই পরিচ্ছন হাত“ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল কালিগঞ্জের কালিকাপুর সিদ্দীকিয়া দাখিল মাদ্রাসায় উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বেলা সাড়ে ১১ টায় ব্রাক ওয়াশ কর্মসূচি এর আয়োজনে দিবসটি উপলক্ষে মাদ্রাসা সুপার মাওঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে ও শরীর চর্চা শিক্ষক হেলাল উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ খুলনার প্রখ্যাত ওয়াজিন আলহাজ্ব মাওঃ আবু আইয়ুব আনসারী অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক শিক্ষক প্রতিনিধি জি এম, আঃ মাজেদ , আঃ হাকিম, বাবু বিষ্ণুপদ কর্মকার মাওঃ মামুন আর রশীদ প্রমুখ। আলোচনায় বক্তারা বলেন জীবাণু ধ্বংস করতে হলে হাত ধোয়ার কোন বিকল্প নেই। আমরা যে অবস্থায় যে জায়গায় থাকি না কেন খাবার গ্রহণ করার আগে অবশ্যই হাত পরিষ্কার করতে হবে । স্বাস্থ্য সুরক্ষার জন্য হাত ধোয়া প্রয়োজন। আলোচনা শেষে শিক্ষার্থীদের হাত ধোয়ার কৌশল প্রদর্শন করেন শিক্ষিকা জোছনা রানী মৃধা ।