কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগীতা অনুষ্টিত হয়েছে। উকশা আনসার ভিডিপি ক্লাব সংলগ্ন বিলে জাকযোমক পূর্ণ গ্রাম অঞ্চালয়ের সেই ঐতিহ্য সাংস্কৃতিক ব্যান্ড বাজনায় মুখরিতহয়ে উঠে পুরো এলাকা। বিকাল ৪টায়।বিভিন্ন ্এলাকা হতে আগত তাছলিমা, হালিমা সহ প্রায় অর্ধ শত ঘোড়া উক্ত প্রতিযোগীতায় অংশ নেয়।উকশা আনসার ভিডিপি গ্রাম উন্নয়ন বহুমুখী সমাবায় সমিতি লিঃ এর আয়োজনে সমাজ সেবক শেখ ফিরোজ আলমের আহবায়কে এবং ক্লাবের সভাপতি শেখ জিয়াদ আলীর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অথিতির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য,বন ও পরিবেশ মন্ত্রালয়ের স্থায়ী কমিটির সদস্য এস এম আতাউল হক দোলন। সম্মানিত অতিথি ছিলেন পুলিশ সূপার মোহাম্মাদ মতিউর রহমান সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল মোঃ আমিনুর রহমান, কালিগঞ্জ থানার ওসি মোঃ শাহিন, শ্যামনগর থানা মো: আবুল কালাম আজাদ, ধলবাড়িয়া ইউনিয়ন আ“লীগের সভাপতি স্বজল কুমার মুখার্র্র্র্র্র্র্র্জী, মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, কৈখালী চেয়ারম্যান শেখ আল মামুন, উপজেলা যুবলীগের আহবায়ক শেখ নাজমুল ইসলাম প্রমুখ। অনুষ্টানে হাজার হাজার নারী পুরুষ শিশু কিশোরের উপস্থিতিতে উক্ত ঘোড়দেীড় প্রতিযোগীতা অত্যান্ত প্রানাবন্দ হয়ে উঠে। জাতীয় ক্রিড়া ধারাভাষ্যকর মোঃ ইসমাইল হোসেন মিলনের সঞ্চালনায় প্রতিযোগীতায় প্রথম দ্বিতীয় ,তৃতীয় ,চতূর্থ ও পঞ্চম স্থান অথিকারী অধিকারীনিকে পুরুস্কৃত করা হয়।