কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ উপজেলার উকশা দাঁড়িয়ালায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘেীড় দেীড় প্রতিযোগীতা অনুষ্টিত হয়েছে। শনিবার বিকালে উকশা আসসার ভি ডি বি ক্লাব ও এলাকার জনসাধারনের আয়োজনে এবং শেখ ফিরোজ আলমের সার্বিক ব্যাবস্থাপানায় মথুরেশপুর ইউনিয়ন ও ধলবাড়িয়া ইউনিয়নের মাঝে উকশা উত্তর বিল নামে খ্যাত স্থানে হাজার হাজার ঘেীড় দেীড় প্রিয় উৎসুক জনাতার উপস্থিতিতে অনুষ্ঠিত ঘৌড় দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কালিগঞ্জ উপজলো চেয়ারম্যান মোঃ সাঈদ মেহেদী। শেখ ইয়াদ আলীর সভাপতিত্বে ও শেখ ফিরোজ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল, উপজেলা ভাইচ চেয়ারম্যান শেখ নাজমুল আহসান, কালিগঞ্জ থানার ওসি মোহাম্মাদ মামুন রহমান, মহিলা ভাইচ চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, ধলবাড়ীয়া ইউনিয়ন চেয়ারম্যান গাজী শওকাত হোসেন,উপজেলা আ“লীগের যুগ্ন সাধারন সম্পাদক বাবু সজল কুমার মুখার্জী,উপজেলা আ’লীগের সাংগাঠনিক সম্পাদক এ্যাড.হাবীব ফেরদাউস শিমুল, শেখ সাজেদুল ইসলাম সাজু, কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বা”চু,সাংবাদিক মোঃ শরিফুলাহ্ কাইসার, সাংবাদিক মোঃ আলমগীর হোসেন, মোঃ শিমুল হোসেন প্রমুখ। উক্ত ঐতিহ্যবাহী ঘৌড় দৌড় প্রতিযোগীতায় এলাকার গনমান্য ব্যাক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মি উপস্থিত ছিলেন। প্রতিযোগীতায় শেষে গাজী মিজানুর রহমানের পরিচালনায় প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অধিকারকারী সহ সকলকে স্বান্তনা পুরুষ্কার প্রদান করা হয়।