কালিগঞ্জ প্রতিনিধি\ আঞ্চলিক ভাষার কবি, চারণ কবি বাবর আলী সরদার হ্নদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। তিনি কালিগঞ্জ উপজেলার তারালী গ্রামের বাসিন্দা। গত ২ দিনে বড়িতে রেখেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে গতকাল সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে। খবর পেয়ে খড়কুটো সাহিত্য পত্রিকার সম্পাদক কবি আলী সোহরাবসহ অন্যান্য কবি সাহিত্যিকবৃন্দ গতকাল অসুস্থ্য কবিকে দেখতে যান। সেখানে বেশ কিছু সময় অবস্থানের পর পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং কবির শরীরিক খোঁজ খবর নেন। অপর দিকে উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুসহ সংগঠনের নেতৃবৃন্দ কবি বাবর আলী সরদারের দ্রুত সুস্থতা কামনা করেছেন। কবির স্ত্রী মারা যাওয়ার পর তিনি জামাই মেয়ের বাড়িতে অবস্থান করছেন।