কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কাটুনিয়া রাজবাড়ী কলেজের গভর্নিং বডি গঠনের লক্ষ্যে শিক্ষক প্রতিনিধি নির্বাচন সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার শিক্ষক প্রতিনিধি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৫৭ জন। এর মধ্যে ৫৫ জন ভোটর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে তিনটি পদে বিপরীতে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী প্রার্থী ছিলেন। ভোটে বিজয়ী প্রার্থীরা হলেন সহকারী অধ্যাপক, ইসলামি শিক্ষা বিভাগ ড. মো. মিজানুর রহমান, মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক এমএম, শফিউল আযম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ মেহেরুন্নেছা। নির্বাচনের কমিশনারের দায়িত্ব পালন করেন রোকেয়া মুনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক এবং কাটুনিয়া রাজবাড়ী কলেজের বিদ্যোৎসাহী সদস্য আব্দুর রউফ। রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অলিউল ইসলাম। প্রিজাইডিং অফিসার ছিলেন সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম এবং সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক আব্দুল মান্নান। নির্বাচনটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারীদের মধ্যে সন্তোষ প্রকাশ দেখা যায়।