কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জের কামারগাতি হযরত শাহ্সুফী ছোটমিয়া (রঃ)পীর সাহেবের ৫৩ তম বর্ষিক ওরছ শরীফের আজ তৃতীয় দিন।বৃহস্পতিবার সকাল ৮টায় আখেরী মোনাজাতের মধ্য দিনে ৪দিন ব্যাপী বার্ষিক ওরছ শরীফ শেষ হবে।কামারগাঁতি মাজার শরীফের খাদেম মোঃ আব্দুল গফুর ও ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর দৈনিক দৃষ্টিপাতকে জানান প্রতি বছরের ন্যায় ১লা,২রা ,৩রা ও ৪ঠা মাঘ; রোজ চার দিন ব্যাপি পীর সাহেবে বাৎসরিক ওরছ শরীফকে কেন্দ্র করে ধলবাড়ীয়া ইউনিয়নের ও মথুরেশপুর ইউনিয়নের মাঝে কামারগাঁতি নামক বিলের মাঝে পীরের আস্তানায় ওরছ শরীফের মূল কেন্দ্রবিন্দু। ওরছ শরীফকে কেন্দ্র করে এলাকার প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার এলকা জুড়ে মেলা বসে। মেলায় মরণকূপ থেকে শুরু করে নাগরদোলা সহ নানা রকমের খেলার আসর বসেছে।মেলায় দর্শনর্থিদের জন্য সকল রকমের কাঠের তৈরী আসবাপত্র সহ মেলার সকল রকম খেলানা ,খাবাড়ের দোকান,গ্রাম্য মেলার সকল প্রকারের সরঞ্জামাদি, জিনিস পত্রের উপস্থিতি পরীলক্ষিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মাজার কমিটির ভারপ্রাপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার ও সাধারন সম্পাদক ও ধলবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান গাজী শওকত হোসেন,মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম,প্রাক্তন শিক্ষক শাসসুল ইসলাম, স্বজল কুমার মুখার্জী, এ্যাড. হাবিব ফেরদাউস শিমুল, মথুরেশপুর ইউনিয়ন আ“লীগের সভাপতি শেখ মোখলেছুর রহমান মুকুল, সহ উক্ত মাজার কমিটির সকল সদস্যবৃন্দ, ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।