কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০টায় বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যায়য়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সুব্রত সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা এসএম মমতাজ হোসেন মন্টু, এডঃ হাবিব ফেরদৌস শিমুল, নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, বিদায়ী সহকারী প্রধান শিক্ষক ইউসুফ আলী, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাঃ সম্পাদক সুকার দাশ বাচ্চু, বিদায়ী শিক্ষক রাম প্রসাদ ঘোষ সিনিয়র শিক্ষক বরণ কুমার মন্ডল প্রমুখ। আলোচনা সভা শেষে অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে পবিত্র কোরআন শরীফ, গীতা ও ডায়েরী তুলে দেওয়া হয়।