বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতার কাশিবাটী টাইগার ক্লাব ফুটবল মাঠে আগামী ১৯ জুন রবিবার বিকাল ৫টায় কালিগঞ্জ উপজেলা মুজাহিদ কমিটির আয়োজনে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বক্তব্য রাখবেন, শায়খে চরমোনাই পীর নায়েবে আমীরুল মুজাহিদীন আলহাজ্জ হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। ইহাছাড়া মাহফিলে আরো ওলামায়ে কেরামগন ওয়াজ ফরমাইবেন। মাহফিলে যোগদান করিয়া দো-জাহানের অশেষ নেকী হাছিল করার জন্য মাহফিল কমিটি সকলকে বিশেষভাবে আহবান করেছেন।