বিশেষ প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার কাশিবাটী মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠ ভুমিদস্যু হতে দখলমুক্ত জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কাশিবাটী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের সভাপতি ও নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মাস্টার শামসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি দেব্রত মিস্ত্রি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, শিক্ষক মিজানুর রহমান, কাশিবাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, প্রাক্তণ সহকারী শিক্ষক বেলাল হোসেন, প্রাক্তণ ছাত্র রুহুল আমিন প্রমূখ। মানববন্ধনে বক্তরা বলেন, স্থানীয় মীর রমজান আলী ও মীর নজরুল ইসলাম অবৈধভাবে কাশিবাটী মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠের জায়গা দখল করে নিয়েছে। এছাড়াও স্কুল চলাকালীন সময়ে মাঠের ভিতরে গরু বেঁধে রাখছে। যার ফলে শিক্ষার্থীরা খেলা করতে পারছে না। তাদের নিষেধ করলে অশ্লীল গালিগালাজসহ বিভিন্ন হুমকি প্রদর্শন করতে থাকে। মানববন্ধবে অংশগ্রহনকারী এলাকার সচেতনমহল, অভিভাবকবৃন্দ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মাঠ উদ্ধারের জন্য তারা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। মানববন্ধন চলাকালে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান সরেজমিনে এসে উভয় পক্ষকে শান্তি-শৃংখলা বজায় রাখার আহবান জানান।