কৃষ্ণনগর কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ২০২৩ উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুূিষ্টত হয়েছে। (১৬ দিন ব্যাপি) নারী নির্যাতন প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসাবে কৃষ্ণনগর ইউনিয়নে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসুচির মধ্যে গতকাল মাবনবন্ধন ও আলোচসা সভার মধ্য দিয়ে ১৫দিনের কর্মসুচির শুভ সূচান হয়। । “নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল ক্রিশ্চিয়ান এইডের অর্থায়নে নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় এবং মিশন মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে মানববন্ধন শেষে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের হল রুমে আলোচনা সভায় অতিথি ছিলেন মিশন মহিলা উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন ছকিনা পারভীন। ইউপি সদস্য, সদস্যা ,গ্রাম পুলিশ সহ সুশীল সমাজ ও সমাজের পিছিয়ে পড়া নারীগণ। এসময় নারী নির্যাতন প্রতিরোধ, নারীর অধিকার নিশ্চিত, নারীদের নায্য পারিশ্রমিক আদায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ আব্দুল্লাহ।