বিশেষ প্রতিনিধি \ কালিগঞ্জের ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে জেসমিন সুলতানা (১৯) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। গত ২৭ আগস্ট রবিবার রাত ১২ টার পরে কোন এক সময় আত্মহত্যা করে। নিহত কলেজ ছাত্রী সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে জাহাঙ্গীর আলমের কন্যা ও নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। নিহতের পিতা জাহাঙ্গীর আলম জানান, আমার মেয়ে জেসমিন সুলতানা নলতা কলেজে পড়াশোনা করে, মেয়ের ইয়ার ফাইনাল পরীক্ষা চলমান, গতকাল আইসিটি পরীক্ষা দিয়ে এসে কিছুটা মন খারাপ দেখতে পেয়েছি। রাতে আমি তাকে বোঝায়, রাত ১২টা পর্যন্ত পড়াশোনা করে ছোট দুই ভাই বোনকে নিয়ে নিজ ঘরে শুয়ে পড়ে। ভোরে ফজরের আযান দিলে তাকে নামাজের জন্য ডাক দিয়ে কোন সাড়া না পেয়ে দরজা খুলে দেখি সে ঘরের আড়ায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছে। খবর পেয়ে সকাল ১০টায় কালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থান এসে লাশের সুরতহাল রিপোর্ট করার পর ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।