কালিগঞ্জ ব্যুারো : কালিগঞ্জ উপজেলার চাম্পাফুলে আন্ত: ( ইউনিয়ন) প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে চাম্পাফুল ইউনিয়ন পরিষদের আয়োজনে উজিরপুর হামিদ স্মৃতি ফুটবল মাঠে চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাম্পাফুল ইউনিয়ন পরিষদের সদস্য, ইউনিয়নের ১১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সাংবাদিক ও সুধিজন। বিকেলে চাম্পাফুল ইউনিয়ন পরিষদের হলরুমে দেশের গান, কবিতা আবৃত্তি, লোকসংগীত, উপস্থিত বক্তব্য, একক অভিনয়, নৃত্য ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন চাঁদখালি সরকারি শিক্ষক মধুসূদন মুখার্জি ও পর্ব চাম্পাফুল শিক্ষক মোস্তাফিজুর রহমান।