চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার চাম্পাফুলে অবাদে চলাচল করছে অবৈধ ডাম্পার জনমনে বিরাজ করছে অসস্থি। এলাকাজুড়ে প্রায় দুই মাস ধরে অবৈধ ডাম্পার গাড়ী ও ট্রলিতে করে মাটিও বালি বহনের হিড়িক পড়েছে। এতে করে এলাকার রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও প্রসাশন যেন নিরব ভুমিকা পালন করছে। প্রকাশ্য দিন রাত চলাচলে যেন ভয়ংকর মরণ ফাদে পরিনত হচ্ছে এ ডাম্পার। রাস্তায় একটু আস্তে চালান বলতেই হচ্ছে উল্টো রিয়াকশন। সরকারি প্রজেক্টের দোহাই দিয়ে জনগনের ঘাড়ে চেপে বসার উপক্রম সৃষ্টি হয়েছে। অবৈধ ডাম্পার চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে গনমানুষসহ বৈধ যানবহনের স্বাভাবিক চলচলের। জানাগেছে, বিগত সরকারের আমলে বাজেট কৃত আশ্রয় কেন্দ্র তৈরির কাজ ঠিকাদারের নিকট হইতে মাটি ভরাটের কাজ নেয় ঘুশুড়ী গ্রামের মৃত কুদ্দুস সরদারের ছেলে বুলবুল। দুই তিন কিলোমিটার দুর থেকে মাটি ও বালি অবৈধ ডাম্পার করে ভরাটের কাজ করছে, যায় ফলে চাম্পাফুল ইউনিয়নের বালাপোতা, উজিরপুর, চাঁদখালী সহ কয়েকটি গ্রামের চলাচলের রাস্তা অযোগ্য হয়ে পড়েছে। এ বিষয় সংশ্লিষ্টদের নিকট কথা বলে ও কোন লাভ হয়নী। বিষয়টি নিয়ে সরেজমিনে গেলে প্রতিনিধির ক্যামের সামনে হাজির হয় একাধিক ব্যাক্তি, এবং প্রতিনিধিকে বলেন, অবৈধ ডাম্পার চলাচল করে শুধু রাস্তার ক্ষয়ক্ষতি হচ্ছেনা বরাং এলাকার শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত অতিরিক্ত ধূলাবালির কারনে সর্দি কাশি ও এলার্জিতে আক্রান্ত হচ্ছে। শুধু তাই নয় ধূলাবালির কারনে শীত মৌসুমের ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এমনকি আমাদের রাতের ঘুম ও বিঘ্ন ঘটাচ্ছে। অবৈধ ডাম্পার চলাচল বন্ধ করতে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।