মনিরুজ্জামান মনি কালিগঞ্জ থেকে: কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল বাজারের এক মাত্র চলাচলের ব্রীজটি ভেঙ্গে পড়ে ভয়ংকর রুপ ধারণ করেছে। কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার সিমান্তবর্তী হওয়ায় দুই উপজেলার চলাচলের একমাত্র ব্রীজ এটি। দীর্ঘদিন সংস্কারের অভাবে ব্রীজের উপর দিয়ে ঝুকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বর্তমান ব্রীজের উপর দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে। এ অবস্থার প্রেক্ষিতে বিকল্প কোন পথ না থাকায় অনেক কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে চাম্পাফুল বাজারের ব্যাবসায়ী, পথচারী, যানবহন, ও দুই উপজেলার জন সাধারণ। এ বিষয় চাম্পাফুল বাজারের ব্যাবসায়ীরা প্রতিনিধিকে বলেন, গত দুই বছর যাবদ ব্রীজটি অনেক ঝুঁকি পূর্ণ কোন রকম চলাচলের জন্য আমরা জোড়াতালি দিয়ে চলাচল করছি। এই নিয়ে পত্র,পত্রিকায় অনেক লেখালেখি হয়েছে কিন্তু তাতেও কোন ফলাফল আসেনি। ঈদের আর মাত্র কয়েক দিন বাকি, চাম্পাফুল বাজারে বিভিন্ন ব্যাবসায়ীদের মালামাল আসতে সীমাহীন কষ্ট সহ্য করতে হচ্ছে। বর্তমান ব্রীজটিতে দুর্ঘনা এড়াতে মাঝ বরাবর বাশ বেধে দেওয়া হয়ছে। এক্ষনি সংস্কার না হলে আমাদের অনেক কষ্ট সইতে হবে। বিশেষ করে রাতে আধারে যারা চলাচল করছে ভ্যান, মোটরসাইকেল, ও সাইকেল নিয়ে তারা হটাৎ বিপদে পড়ে যাচ্ছে। আমরা আপনাদের লিখনির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃ পক্ষের নিকট জানাতে চাই বড় কোন দূর্ঘনা ঘটে যাওয়ার আগে কালভার্টেটি সংস্কার অতিব জরুরি ও গুরুত্বপূর্ন।