কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের কাজী পাড়ার পলিতে চেতনানাশক স্প্রে করে বাড়ির মালামাল চুরি করার অভিযোগ উঠেছে। ঘটনাটি বৃহস্পতিবার গভীর রাতে কুশুলিয়া ইউনিয়নের কাজী মহিউদ্দীনের বাড়িতে ঘটে। কাজী মহিউদ্দীনের সালির মেয়ে নুরুননাহার জানান বাড়িতে পুরুষ মানুষ না থাকার সুবাদে রাতের কোন এক সময়ে সংঘটিত চোরেরা ছাদের দরজা দিয়ে ঢুকে বাড়িতে থাকা মহিউদ্দীনের স্ত্রী নাজমুন নাহার (৪৫) সহ বাড়ির কাজের বুয়া কে চেতনা নাশক স্প্রে দিয়ে অজ্ঞান করে রেখে বাড়ির মালামাল নিয়ে চলে যায় পড়ে। তাদের বাড়িটা পলীর নির্জন জায়গায় হওয়ায় সকালে এলাকার মানুষ প্রতিদিনের ন্যায় তাদের পুকুরে গোসল করার লক্ষে এসে ডাকা ডাকি করলে কোন সাড়া না পাওয়ায় ঘরের দিকে লক্ষ করলে তাদেরকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।