স্টাফ রিপোর্টারঃ কালীগঞ্জের মথুরেসপুরের উত্তর ছনকায় বাগদা চিংড়িতে অপ দ্রব্য পুশ করার প্রস্তুতিকালে ভ্রাম্যমান আদালত কর্তৃক ১ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৮ জুলাই সকাল ১০টা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস।ঐ ব্যবসায়ী উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দক্ষিণ ছনকার মোয়াজ্জেম শেখ রফিকুল ইসলামের বড় পুত্র বাগদা চিংড়ি ব্যবসায়ী শেখ ইসাদুল ইসলামের বাড়তে ভ্রাম্যমান আদালতে প্রতিনিধি যেয়ে হাজির হয়। উক্ত চিংড়ি ব্যবসায়ী চিংড়িতে অপদ্রব্য পুরুষের প্রস্তুতি কালে ১০ হাজার টাকা জরিমানা করেন। স্থানীয় সূত্রে জানা যায় উক্ত অসাধু চিংড়ি ব্যবসায়ী বহুদিন ধরে উক্ত কর্মকান্ড পরিচালনা করে আসছে।