কালিগঞ্জ প্রতিনিধি \ আনন্দঘন পরিবেশের মধ্যেদিয়ে কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের ৬২তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টায় রতনপুর ফুটবল মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বাংলাদেশ মেরিন একাডেমি রংপুরের চিফ এডুকেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার জিএম, মশিউর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, সাংবাদিক শেখ সাইফুল বারী সফু, শেখ আনোয়ার হোসেন, সুকুমার দাশ বাচ্চু, সমাজসেবক মাহমুদুর রহমান, অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংকের কর্মকর্তা আব্দুল মাজেদ ও ফুটবল খেলোয়াড় শহিদুল্লাহ মল্লিক প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের স্বাগত বক্তব্যের পর, সহকারী শিক্ষক সরজিত কুমার শীলের সঞ্চালনায় ও স্কাউট শিক্ষক অচিন্ত কুমার মণ্ডল এবং মৃত্যুঞ্জয় কুমার ঘোষের দিকনির্দেশনায় শিক্ষার্থীরা নান্দনিক ডিসপ্লে পরিবেশন করে। দর্শকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতায় সাজানো ক্যাম্প কক্ষ পরিদর্শন করেন অতিথিবৃন্দ।ক্যাম্প প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে শহীদ আলিফ আহমেদ, কক্ষ দ্বিতীয় শহীদ আসিফ হাসান, কক্ষ তৃতীয় শহীদ মীর মুগ্ধ, এবং কক্ষ চতুর্থ শহীদ আবু সাঈদ। ছাত্রীদের নির্মিত বেগম রোকেয়া কক্ষ বিশেষ পুরস্কার অর্জন করে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল। এর আগে সকালে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, নৃত্য, কৌতুক ও নাটক পরিবেশিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক—শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।