কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ ব্র্যাকের নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক ইউনিয়ন পর্যায়ের অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তারালি ইউনিয়ন পরিষদের হল রুমে গতকাল সকাল ১০টায় তারালি ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কালিগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এনামুল হক (ছোট), বিশেষ অতিথি সাংবাদিক শেখ আল-নূরআহম্মেদ (ইমন), মিলন ঘোষ, সমাজসেবক ফেরদৌস হায়দার, নবীন উদ্যোক্তা অমিত কুমার ঘোষ, এছাড়াও উক্ত ইউনিয়নের সকল ওয়ার্ডের (নারী-পুরুষ) ইউ,পি সদস্য-সদস্যা, গ্রাম পুলিশ, দফাদার প্রমূখ। সার্বিক তত্ত্বাবধানে সহযোগিতা ছিলেন প্রিন্স শাহ সোহাগ ও ফিল্ড অর্গানাইজার খুকুমণি পারভিন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মো: হুমায়ন রশীদ।