বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি ॥ কালিগঞ্জের পল্লীতে দিন দুপুরে রাজাহাঁস চুরির সংঘটিত হয়েছে। ঘটনাটি শনিবার দুপুরে বিষ্ণুপুর ইউনিয়নের বেজুয়া গ্রামের সাবেক মেম্বর শেখ শফিকুল ইসলাম শফি’র বাড়িতেই ঘটেছে। অভিযোগ সুত্রে জানাগেছে, শ্রীধরকাটি গ্রাামের শেখ জসিম উদ্দীনের ছেলে শেখ জাহিদ হোসেন রাজাহাঁসটি চুরি করে নিয়ে যায়। শফিকুল ইসলামের পুত্রবধূ চুরির সময় দেখতে পায়। চুরির বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট এলাকায় বেশ তোলপাড়ের সৃষ্টি হয়। একটা পর্যায়ে ইউপি সদস্য ফারজানা শওকাত আফি’র বাড়িতে অন্যান্য মেম্বর ও গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে শালিসি বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক গ্রাম পুলিশ জিয়াউর রহমান শিকারি অভিযুক্ত জাহিদের বাড়ি থেকে চুরিকৃত হাঁসটি উদ্ধার করে। এ ঘটনায় চোর জাহিদকে নগদ ১.হাজার টাকা জরিমানা ও ভবিষ্যতে আর চুরি করবেনা মর্মে মুচালিকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।