কালিগঞ্জ ব্যুরো \ কালিগঞ্জ উপজেলার ১৮ নং ধলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় অত্র বিদ্যালয়ের প্রাঙ্গনে প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ শসমসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজ কোর্টের পি পি, ধলবাড়ীয়া ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট শেখ আব্দুস সাত্তার। উক্ত অনুষ্ঠানের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, সুধিবৃন্দ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতারণ করা হয়।