বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতার বে-সরকারী উন্নয়ন সংস্থা ইডা ট্রেনিং এন্ড রিসোর্ট সেন্টারে ২৮ আগস্ট রবিবার উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে এবং সাতক্ষীরা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাস এবং ইডা( ইনভারমেন্ট এন্ড এগ্রিকালচার ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন) এর বাস্তবায়নে ১২ দিনব্যাপী শিক্ষক- সুপারভাইজারদের বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশক্রমে ইডার নির্বাহী পরিচালক মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, সাতক্ষীরা জেলার সিনিয়র প্রোগ্রাম অফিসার উপ আনুষ্ঠানিকের হাবিবুর রহমান, দৈনিক দৃষ্টিপাত পত্রিকা বিশেষ প্রনিধি মোঃ রফিকুল ইসলাম, দৈনিক সাতনদি পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান, জেলা প্রোগ্রাম অফিসার কামরুল হাসান, মনিটরিং ম্যানেজার মিজানুর রহমান, ইডার কনসাল্টেন্টেড আক্তার উল আলম এবং উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মোস্তাফিজ কামাল প্রম‚খ। কালিগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়নের ৭০ টি স্কুলের মোট ৭০ জন শিক্ষক- সুপারভাইজার প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।