বিশেষ প্রতিনিধি ॥ হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। এই দূর্গাপূজার উৎসব ধর্মীয় ভাবগম্ভীর্য ও যথাযথভাবে পালন করতে পূজা মন্ডপগুলোকে সাজানো হয়েছে অপরুপ সাজে। মন্ডপে মন্ডপে চলছে আনন্দের বারতা। অদ্যপ্রান্ত প্রস্তুতিতে একটুও ঘাটতি নেই। শিল্পীর হাতের নিপুন ছোঁয়ায় দেবী তার সন্তানদের নিয়ে আস্তে আস্তে নবরুপে সজ্জিত হয়েছে। দর্শানার্থীদের মনমুগ্ধ করতে পূজা উদযাপন কমিটি মন্ডপের সামনে তৈরী করছে সুনিপুন কারুকার্যকর গেট ও প্যান্ডেল। আশেপাশের এলাকার রাস্তাগুলো লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এদিকে মায়ের আগমনে পৃথীবি হতে সকল হিংসা,পাপ,বিদ্বেষ,ভয় মুছে যাবে। অশুভ শক্তির বিনাশ হবে। সুখ,শান্তি প্রতিষ্ঠা হবে এই জগৎ সংসারে। এই শুভ কামনায় আজ শুক্রবার মহাষষ্টীর মাধ্যমে শুরু হয়ে ২৪ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত দেবী দূর্গার ত্রি-সন্ধ্যা পূজা, আরতী আর আরাধনার মধ্যে দিয়ে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় শারদীয় দূর্গাপূজা সম্পন্ন হবে। শান্তি শূঙ্খলা ভাল থাকবে এবং সবাই স্বচ্ছন্দে শারদীয় দূর্গাপূজা উৎসব পালন করতে পারবেন এটাই সবার প্রত্যশা। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা হাটখোলা কালিমাতা মন্দির ও নলতা চৌমহুনী পূজা মন্ডপে দুইটি স্থানে প্রতিবারের ন্যায় এবারও শারদীয় দূর্গা পূজার সাজসজ্বা রমরম অবস্থা বিরাজমান। ইতোমধ্যে মনের মন্দিরে মা দূর্গাকে স্মরণীয় বরণীয় করে রাখতে পূজা মন্ডপ কমিটি বিভিন্ন স্থান হতে ভাস্কর এনে মন্ডপ তৈরী করেছেন বলে জানা গেছে। শান্তি শূঙ্খলা ভাল থাকবে এবং সবাই স্বচ্ছন্দে শারদীয় দূর্গাপূজা উৎসব পালন করতে পারবেন এটাই সবার প্রত্যশা। নলতা কালীমাতা মন্দিরে ৬০ খানা প্রতিমা তৈরী করা হয়েছে বলে কমিটির যুগ্ন-সম্পাদক দীপক কুমার পাল জানিয়েছেন।