বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতার বিভিন্ন প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি ভবনেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সূর্যোদয়ের পর নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ মোঃ আবুল হোসেনের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। বিকালে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ মোঃ আনিছুজ্জামানের নেতৃত্বে বিজয় র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ইউনিয়ন আওয়ামীলীগ অফিসে এসে এক আলোচনা সভা হয়। র্যালী ও সভায় অন্যান্যদের মধ্যে অংশগ্রহন করেন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ তারিকুল ইসলাম, স্বেচ্চাসেবকলীগের সভাপতি মোঃ সেলিম উল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ মহিববুল্লাহসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন পর্যায়ের নেতকর্মীবৃন্দ। এছাড়াও নলতা ইউনিয়ন পরিষদ, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ, নলতা মাধ্যমিক বিদ্যালয়, নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নলতা সরকারী প্রাথমিক বিদ্যালয়, নলতা আহ্ছানিয়া দারুল উলুম ফাজিল মাদ্রাসা, কেবি জুনিয়র হাইস্কুল, নলতা প্রি-ক্যাডেট স্কুল, কেবি মোবারক আলী প্রি-ক্যাডেট স্কুল, কার্ডিফ মডেল স্কুলসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে মহান বিজয় দিবস পালন করা হয়।