বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতায় আহ্ছানিয়া সেলিম উলাহ ক্যাডেট স্কুলে গতকাল শুক্রবার সকাল ৯ টায় সরকারের উদ্দেশ্যা “সবার জন্য স্বাস্থ্য” বাস্তবায়নের লক্ষে গভঃ রেজিঃ হোমিও চিকিৎসক কল্যাণ সমিতি ও নলতা হোমিও প্যারামেডিকেল কলেজের যৌথ উদ্যোগে হোমিও পলী চিকিৎসক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় মোঃ ইয়াছির আরাফাতের সভাপতিত্বে প্রধান অতিথি ও প্রধান প্রশিক্ষক হিসেবে ছিলেন, সমিতির নির্বাহী চেয়ারম্যান এম.এ জাফর ছিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, হোমিও চিকিৎসক অহিদুজ্জামান, আবির হোসেন, শিরিন সুলতানা, সাদিয়া সুলতানা, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বাবু সপন সুমার বিশ^াস। অনুষ্ঠানে শিক্ষক মোঃ আব্দুল গফফার ও মাহমুদুল হাসান ই¯্রাফিলকে সম্মানা ক্রেস্ট প্রদান করা হয় এবং ১২০ জন হোমিও চিকিৎসককে সেলাই, ব্যান্ডেজ, প্লাস্টারসহ বিভিন্ন যন্ত্রপাতির বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন, হোমিও চিকিৎসক ইমরান হোসেন।