বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা-তারালী সড়কটির এখন বেহাল দশা হয়েছে। অনেক ঝুকি নিয়ে ছোটবড় যানবাহন চলাচল করছে। দীর্ঘদিন যাবত সংস্কার না করায় দূর্ভোগ চরম আকার ধারণ করেছে। এ কারণে যাত্রী ও যানবাহন চালকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। নলতা হাটখোলার গ্রাম ডাক্তার আনোয়ারুল ইসলাম, গ্রাম ডাক্তার আশিকুজ্জামান, ব্যবসায়ী লাভলু আক্তার, ব্যবসায়ী মোঃ আব্দুস সালাম, কাজলার গ্রাম ডাক্তার মনিরুল ইসলাম মনি, ইজিবাইক চালক হামিদুল ইসলাম সহ স্থানীয় লোকজন জানান, নলতা-তারালী সড়কে প্রতিদিন শত শত যাত্রী ও মালবাহী যানবাহন চলাচল করে। নলতায় একটি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মাদ্রাসা, সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি কিন্ডার গার্ডেন রয়েছে। এছাড়াও নলতায় সপ্তাহের প্রতি শনি ও রবিবার বৃহক হাট বসে। যার কারণে মাটিকুমড়া, পাইকাড়া, কাজলা, তারালী, জাফরপুর, উজিরপুর, গোপালপুর সহ প্রায় অর্ধশতাধিক গ্রামের স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থী ছাড়াও সাধারণ লোকজন এ সড়ক দিয়ে চলাচল করে। এাছাড়া বিভিন্ন পণ্যসামগ্রী আনা-নেওয়ার ক্ষেত্রে এ সড়ক ব্যবহার করা হয়। এলাকার যোগাযোগ মাধ্যমের অন্যতম একটি সড়ক। কিন্তু সড়কটি সংস্কার না করায় ছোট-বড় গর্তের সৃষ্টি হয়ে যানবাহন চলাচল ঝুঁকিপ‚র্ণ হয়ে পড়েছে। অনেক সময় সড়কে গাড়ি বিকল হয়ে ঘটছে সড়ক দুর্ঘটনা। শত শত গাড়ি এ রাস্তা দিয়ে চলাচল করে। চালকদের জীবিকা ধারণের অন্যতম সড়ক এটি। কিন্তু এ গুরুত্বপর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় এখন সাধারণ মানুষ ও চালকদের কষ্ট করতে হচ্ছে। এই সড়কটির ধারের কিছু স্বার্থন্বেশী মহল পানি নিস্কাশনের জায়গা বন্ধ করে দেওয়ায় বর্ষা হলেই গর্তগুলোতে পানি জমে থাকে। তাই এই দূর্ভোগের হাত থেকে রেহাই পেতে ভুক্তভোগি মহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে।