বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যথেকে গরীব ও মেধাবী ২০ জন সেরা শিক্ষার্থীকে ফরম ফিলআপের জন্য প্রত্যেককে ১হাজার টাকা করে ২০হাজার টাকা ডাঃ এস.এম. আব্দুল ওহাব শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল ২২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল মোনায়েমের সভাপতিত্বে অধ্যাপক ডাঃ এস.এম. আব্দুল ওহাব নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন। এছাড়াও সেলিনা পারভীন ও মাছুদা ইসলাম মৌকে উচ্চ শিক্ষার জন্য অতিরিক্ত ৫হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। এসময় নলতা আহ্ছানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতালের ডাঃ শেখ মোঃ আকছেদুর রহমান, নলতা হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ আবুল ফজল মাহমুদ বাপ্পী, শিক্ষক মোঃ আব্দুল মুঈদ, শিক্ষক হাবিবুলাহ, শিক্ষক আহ্ছান কবির টুটুল, মোঃ মাহবুর রহমান, মোঃ মিজানুর রহমান, মোঃ মাহবুবুর রহমান মিন্টুসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক পরিতোষ চক্রবর্তী।