কালিগঞ্জ ব্যুরো \ কালিগঞ্জ ভাড়াশিমড়া জমি বৈধ দখল নিয়ে মুক্তিযোদ্ধা সংসদের সাথে বিরোধের ঘটনা ঘটেছে। ঘটনাটি গতকাল শুক্রবার সকাল ১০টার সময় উপজেলার ভাড়াশিমড়া ইউনিয়নের নারায়নপুর মেীজার নারায়নপুর গ্রামে। উক্ত ঘটনায় কালিগঞ্জ থানায় বাদি বীর মুক্তিযোদ্ধা আরশাদ আলী, ও অপর আর এক এজাহারে বাদি বীর মুক্তিযোদ্ধা শেখ অজিয়ার রহমান কর্তৃক একই গ্রামের বাসিন্দা আ’লীগ নেতা মোঃ আবুল হোসেন মোড়ল সহ ৬জন এবং অঙ্গতনামা ৪/৫জনকে বিবাদী করে থানায় এজাহার দাখিল হয়েছে। এজাহার সূত্রে জানান গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মুক্তিযোদ্ধা আরশাদ আলীকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে একখানী ঘর উপহার দেয়। উক্ত ঘর উদ্ভোধন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা আরশাদ আলী কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দগনের গতকাল দাওয়াত দেন। সে উপলক্ষে নেতৃবৃন্দ যথা সময়ে বাদী আরশাদ আলী বাড়িতে উপস্থিত হয়ে উক্ত ঘর উদ্বোধন কার্যক্রম শুরু করেন। এর মধ্যে বিবাদী ১। মোঃ আবুল হোসেন মোড়ল (৫৮), ২। মোঃ সিদ্দিক মোড়ল(৫১), উভয় পিতা মোঃ আদর আলী মোড়ল, ৩। পুত্র ফিরোজ আল মামুন অরফে সবুজ (২৬), ৪। মোঃ রফিকুল ইসলাম(৩০) পিতা জবেদ আলী মোড়ল,৫। মোঃ জাহাঙ্গির হোসেন ৪২পিং জবেদ আলী মোড়ল,৬। মোছাঃ সুমি খাতুন(৩০) সহ অঙ্গতনামা ৪/৫ জন অতর্কিত ভাবে মুক্তিযোদ্ধাগনদের উপর হামলা চালায়। এ বিষয়ে বিবাদি আ“লীগ নেতা মোঃ আবুল হোসেনের ব্যাবহৃত মুঠোফোন ০১৯১৭-৮৬৪১৩০ নাম্বারে কথা বললে দৈনিক দৃষ্টিপাত কে জানান “আমার বৈধ কাগজ পত্র জমিতে সকালে আরশাদ আলী হঠাৎ ঘর বাধতে শুরু করে। আমি উপান্তর না পেয়ে ৯৯৯ নাম্বারে সাহায্য চাই। কালিগঞ্জ থানা পুলিশ এসে শান্তি শৃঙ্খলা রক্ষাতে কাজ বন্দ করে। এটা নিয়ে তো কয়েকবার বসাবসি হয়েছে। আমি ও কালিগঞ্জ থানায় একটি এজাহার জমা দিয়েছি। কালিগঞ্জ থানার ওসি মোঃ হালিমুর রহমানের মুঠোফোন ০১৩২০১৪২২৫৭ নাম্বারে দৈনিক দৃষ্টিপাতের প্রতিনিধি কথা বললে “ব্যস্ত আছি ভাই পরে কথা বলছি ”। এর পরে আর কথা বলা সম্ভব হয়নি।