শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন

কালিগঞ্জের পূজামন্ডপ পরিদর্শন করলেন এসএম জগলুল হায়দার এমপি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জের অনুষ্ঠিতব্য শারদীয় দূর্গাপুজার মন্ডপগুলো পরিদর্শন করলেন প্রশাসন,আইন শৃঙ্খলা বাহিনী,জনপ্রনিধি ও দি হাঙ্গার প্রজেক্টের সু শাসনের জন্য নাগরিকের পিস ফর ফ্যাসালিটি পি এফ জি গ্র“পের নেতৃবৃন্দ। মহা ষষ্টি ও মহা সপ্তমিতে পি এফ জি গ্র“পের নেতৃবৃন্দ দিনভার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে উপজেলার ১২টি ইউনিয়নের সার্বজনীন ৫১টি ও ব্যাক্তিগত ১টি মোট ৫২ পূজা মন্ডপগুলোতে একের পর এক পরিদর্শন করেন।এর মধ্যে পূজা মন্ডপ গুলো পরিদর্শন করেন সাতক্ষীরা ০৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, সহকারী কমিশনা ভূমি মোঃ আজাহার আলী, থানা ওসি মোহাম্মাদ মানুন রহমান। প্রত্যেকটি পূজা মন্ডপগুলোতে দর্শনাথীদের উপচে পড়া ভিড় প্রলক্ষিত হয়। সাথে প্রশাসনের কঠর নজরদারী ও আইন শৃঙ্গলাবাহিনীর নিঃছিদ্র নিরাপত্তা বলয়ে উপজেলা জুড়ে শারদীয় দূর্গা পূর্জা মন্ডপে মন্ডপে চলছে বাঁধভাঙ্গা আনন্দের স্রোত। আর প্রত্যেকটি সন্ধ্যায় পূর্জা মন্ডপগুলোতে আনন্দের আমেজে নিজস্ব বলায়ে এক অপরুপ সাজে সেজে উঠছে। হেমন্তের সন্ধ্যাকালিন অরতীর আরাধনায় পূজামন্ডপের এলাকাগুলো এক দৃশ্যমান ধর্মীয় উৎসবের মূল প্রতিছবি। ভক্তবৃন্দদের ধর্মীয় ঢাকের তালে তালে পূর্জারীদের আরধনা। উলুর ধ্বনী, শাঁকের বাঁজনা আর ধ্বনুর কুয়াশাচ্ছন্ন ধোঁয়ার মধ্যে প্রত্যেকটি পূজা মন্ডপ হয়ে উঠছে সত্যিকার হিন্দু ধর্মাবলম্বিদের চির চরিত সেই শারদ্বীয় দূর্গা পূজার কৃষ্টি কালচার। সাথে সাথে প্রত্যেকটি পুজা মন্ডপের ম্যানেজিং কমিটির মধ্যে বিরাজ করছে দূর্গা উৎসবের পূর্ণাঙ্গ ইমেজ। মেঘলা মেঘলা আকাশ আর হেমন্তের মৃদু হিমেল হাওয়ার পাশাপাশি সন্ধ্যাকালিন বিভিন্ন রংয়ের আলোক সজ্জায় মন্ডপ এলাকাগুলো হয়ে উঠে হিন্দু সম্প্রদায়ের এক আনাবিল আনন্দ ও উৎসবের সুতিকাগারে। এদিকে কালিগঞ্জের শারদীয় দুর্গাপূজার শুভ মহা ষষ্ঠীতে ও মহা সপ্তমিতে মন্ডপে মন্ডপে ঘুরে ঘুরে পরিদর্শন করেন কালিগঞ্জ পিএফজি গ্রুপের উদ্যোগে পি এফ জি গ্রুপের সদস্য ও সাংবাদিকবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা পি এফ জি গ্রুপের সদস্য দিপালী রানী ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, পি এফ জি গ্রুপের সদস্য শেখ আনোয়ার হোসেন, পি এফ জি গ্রুপের কো-অর্ডিনেটর সুকুমার দাশ বাচ্চু, পি এফ জি এর সদস্য ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরো সাংবাদিক শেখ শরিফুল ইসলাম, সদস্য এম হাফিজুর রহমান শিমুল, সদস্য এড. জাফরউল্লাহ ইব্রাহিম, শেখ আলমগীর হোসেন, শেখ আতিকুর রহমান, আল নূর আহমেদ ইমন, শাহাদাত হোসেন, আনোয়ারুল ইসলাম ও প্লাবন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com