কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জের প্রকৌশলী কাজী ফয়সাল বারী যোগদানের পর থেকে দ্রুত গতিতে এগিয়ে চলেছে উপজেলা উন্নয়নের কার্যক্রম। গতকাল দৈনিক দৃষ্টিপাত প্রতিনিধিকে তিনি জানান তিনি যোগদান করেই দেখি কয়েকটি প্রকল্পের কাজ বন্ধ আছে। বিশেষ করে কালিগঞ্জ সরকারী কলেজ টু হোগলার মোড় রোড, কালিগঞ্জ টু আশাশনি রোর্ডের নির্মিতব্য প্রকল্পের কাজ চালু করি। বর্তমানে কাজ শেষের পর্যায়ে।আপনাদের সহযোগীতা পেলেই দূর্নীতি মুক্ত কার্যক্রম চালু রাখতে পারব। আপনাদের পরামর্শকে সর্বোচ্চ মূল্যায়ন করবো অভিযোগকৃত কাজ সতর্কতার সাথে দেখভাল করব। দেশের স্বাার্থে কোন নির্মাতা প্রতিষ্টানকে ছাড় দেওয়া হবে না। উপজেলা এলজিডি প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূণ কালিগঞ্জ উপজেলায় যোগদানের পরে সকল রাস্তা, সকল অবকাঠামো উন্নয়ন দূনীতিমুক্ত ভাবে দ্রুতগতিতে এগিয়ে চলেছে। কয়েকটি কাজ সফলতার সহিত সম্পূর্ণ হয়েছে এবং কয়েকটি শেষ হওয়ার পথে। প্রকৌশলী কাজী ফয়সাল বারী সাতক্ষীরা শহরের কাঠিয়া মাস্টার পাড়ার কাজী রফিকুল বারীর পুত্র। তিনি কালিগঞ্জ উপজেলার উন্নয়ন কার্যক্রম সুন্দর ভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল সহযোগিতা কামনা করেছেন।