কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জের প্রবাজপুরে তাফসিরূল কুরআনা মাহফিল অনুষ্টিত হয়েছে। হিলফুলফুজুল মাহফিল কমিটির আয়োজনে প্রবাজপুর গড়ের হাটখোলার পূর্ব পার্শ্বে ক্বারী মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে মাহিফল কমিটির সেক্রেটারী গ্রাম ডাক্তার শেখ রওশন আলী ও শেখ মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ইসলামী চিন্তাবিদ মুফা”িছরে কুরআন ও সুমিষ্টভাষী বক্তা ক্বারী হাফেজ মাওলানা মোঃ নুরুুল ইসলাম ফারূকী (ঢাকা)। দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওঃ সাইফুল্লাহ সিদ্দিকী সেক্রেটারী বাংলাদেশ মাজলিসুল মুফাচ্ছিরীন। ।মাহফিলে সন্মানীত অতিথি হিসেবে উপস্থি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ সাঈদ মেহেদী,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমুন,হাফেজ মোঃ রবিউল ইসলাম, অনুষ্টানে কমিটির সভাপতি শেখ আরশাদ আলী, উপদেষ্টাবৃন্দ,মসজিদ মাদ্রসারসভাপতি,সাধারন সম্পাদক সহ জনপ্রতিনিধ,অত্র এলাকার আলেমে দ্বীন সহ হাজার হাজার মুুসুল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।